শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Khurshed Ellinor Bidya Niketon

খুর্শেদ এলিনর বিদ্যানিকেতন

স্থাপিতঃ ১৯৯৪ খ্রি.
প্রধান শিক্ষক

"স্নেহের ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ী,

আজকের এই বিশেষ মুহূর্তে, আমি খুর্শেদ এলিনর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হিসেবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুর্শেদ এলিনর বিদ্যানিকেতন সবসময়ই শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট।

আমরা বিশ্বাস করি, শিক্ষার মাধ্যমে শুধু পুঁথিগত জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের যোগ্য করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, শিক্ষকের কথা শুনবে, এবং নিজেদেরকে সুনাগরিক হিসেবে তৈরি করবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অনুরোধ, আপনারা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সঠিক পথ দেখাবেন।

অভিভাবক ও পরিচালনা পরিষদের সহযোগিতা ছাড়া বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। তাই, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সমর্থন কামনা করছি। 

সবাইকে ধন্যবাদ।